আজ, শুক্রবার রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় বাজেট পেশ করে তিনি শুরুতেই ঘোষণা করেন, আগামী চার বছরে ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য স্থির করা হয়েছে। এরপর কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তুলতে থাকেন প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু তাতে কর্ণপাত না করে বাজেট পেশ করে চলেন মন্ত্রী। আর তখন বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।ঠিক কী করেছে বিজেপি বিধায়করা? এদিন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতার মাঝেই বিজেপির বিধায়কেরা বেরিয়ে গেলেন বিধানসভা কক্ষ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, বাজেট বক্তৃতা চলাকালীন বিজেপির বিক্ষোভ পূর্ব পরিকল্পিত। কোন প্রকল্প নিয়ে বিক্ষোভ? এদিন কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির বিধায়করা। তাঁদের দাবি, কেন্দ্রীয় প্রকল্পকেই রাজ্য ‘জল স্বপ্ন’ নাম দিয়ে চালাচ্ছে। বিজেপি বিধায়কেরা এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এমনকী বাজেট পেশের মাঝেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।উল্লেখ্য, রাজ্যপালের ভাষণের দিনও বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে অশান্তির বাতাবরণ তৈরি করেন। রাজ্যপাল তখন বাজেট ভাষণ না দিয়েই বেরিয়ে যেতে চাইছিলেন। ফলে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছিল। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষ মন্ত্রীরা রাজ্যপালকে করজোড়ে বাজেট বক্তৃতা করতে অনুরোধ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সাংবিধানিক সংকট আটকাতে প্রথম ও শেষ লাইন পড়িয়ে নেওয়া হয়।