আজ, বুধবার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে ছেড়ে দিয়েছে পাকিস্তান। পাক মুক্তির পর স্বাভাবিকভাবেই খুশি তিনি এবং তাঁর পরিবার। দীর্ঘ টেনশনে ২২ দিন কাটাতে হয়েছিল পূর্ণমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউকে। একইরকমভাবে বাংলাদেশে আটকে থাকা কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মণকেও দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিজেপির কর্মসূচি ‘তেরঙ্গা যাত্রা’ নিয়ে হুঙ্কারও দেন তিনি।
সদ্য কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার জবাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে পাকিস্তান দিশেহারা হয়ে যায়। এবার সেটাকেই রাজনৈতিক ইস্যু করে বসলেন বিরোধী দলনেতা। সেই সূত্রে বিরোধী দলনেতা বলেন, ‘মোদীজি ছিল বলে, পাকিস্তান চূর্ণ–বিচূর্ণ হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলি শেষ হয়ে গিয়েছে। কাশ্মীরের নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে আমরা ২৬০টা মুন্ডু চেয়েছিলাম। সেখানে হাজারের বেশি মুন্ডু পাওয়া গিয়েছে। এবারে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা।’
আরও পড়ুন: ‘২৩টি জেলায় শপিং মল হবে, উত্তরবঙ্গ সফরেও যাচ্ছি’, নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা
গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে সীমান্তে তল্লাশি অভিযান জোরদার করে দিয়েছে বিএসএফ। গত ৭ মে সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের জেরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীর সাফল্য তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি। আর সেই কর্মসূচি এবার বে কলকাতায়। তা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘অরুণাচল থেকে নয়াদিল্লির ইন্ডিয়া গেট দেখেছে তেরঙ্গা যাত্রা। এবার কলকাতাও দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা।’