ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে ৪টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে গেলেন অর্জুন সিং। ঘাসফুলে যোগদান পর্ব হতে পারে আজই। তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন অর্জুন সিং। আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন তিনি। কিছুক্ষণের মধ্যে ঘাসফুলের 🥂পতাকা হাতে তুলে নেবেন। বিজেপি ছেড়ে যোগ দেবেন তৃণমূল কংগ্রেജসে।
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? আজ, রবিবার সকালে অর্জুন সিং বলেন, ‘আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই 🐷কলকাতা যেতে হবে।’ তার পরই ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার হোটেলে এসে পৌঁছন। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করে ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন অর্জুন সিং।
অঘটন কী ঘটতে চলেছে? এই বিষয়ে তিনি আজই বলেন, ‘এমন কোনও কথা বা কাজ নেই যে আপনারা জান💝তে পারবে❀ন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন একদিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলাই যায় শেষের কাউღন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’
বিজেপি নেতারা এখন জানত🧸ে পেরেছেন আ෴র অর্জুন সিংকে ঠেকানো যাবে না। তাই শমীক ভট্টাচার্য বলেন, আসলে অনেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে লালায়িত। দিলীপ ঘোষের কথায়, যে যেখানে খুশি যেতে পারেন। তাতে দলের কোনও ক্ষতি হবে না। এখন দেখার ফের তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং ফিরে গেলে সেই ধাক্কা বিজেপি সামলায় কি করে।