যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে ছোড়ার ঘটনায় হাত কেটেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর সংসদের সদস্যপদ কাটার জন্য তৎপর হলেন বিজেপি সাংসদরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের ও তাঁকে সংসদ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়ে স্পিকার ওম বিড়ালকে চিঠি দিলেন বিজেপি সাংসদরা। এমনকী বিষয়টি সংসদের এথিকস কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন তাঁরা।মঙ্গলবার ওয়াকফ বিল সংক্রান্ত সংসদের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বেনজির ঘটনা ঘটে। অভিযোগ, বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে কাচের জলের বোতল ভেঙে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে ভাঙা বোতল ছুঁড়ে মারেন কল্যাণ। বোতল ভাঙতে গিয়ে কল্যাণের নিজের হাতই কেটে যায়। তাঁর হাতে ৬টা সেলাই করতে হয়েছে। এর পর যৌথ সংসদীয় কমিটির ১টি বৈঠক থেকে কল্যাণকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি।সেই ঘটনার কথা জানিয়ে বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন যৌথ সংসদীয় কমিটির বিজেপির সদস্যরা। চিঠিতে তাঁরা লিখেছেন, কল্যাণ যে আচরণ করেছেন তা সংসদীয় শালীনতার সঙ্গে মানানসই নয়। তিনি যে কাজ করেছেন তাতে আরও ভয়ানক কিছু ঘটতে পারত। এই ঘটনার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা উচিত। বিষয়টি পাঠানো উচিত সংসদের এথিকস কমিটিতে। শুধু তাই নয়, কল্যাণের বিরুদ্ধে পুলিশে FIR দায়ের করা উচিত স্পিকার ওম বিড়লার।ঘটনার কথা যে স্পিকারকে জানানো হবে তা মঙ্গলবার ঘটনার পরই জানিয়েছিলেন জগদম্বিকা পাল। তিনি বলেন, এই ঘটনা অভূতপূর্ব ও অনভিপ্রেত। ঘটনাটি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন কল্যাণ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতা বিরোধী শক্তির বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে।