নব🎐ান্ন অভিযানে যোগ দিতে কলকাতামুখি বিজেপি কর্মীদের জেলায় জেলায় বধা দেওয়ার অভিযোগ উঠেছে মমতার পুলিশের বিরুদ্ধে। তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহারসহ বিভিন্ন জায়গায় বিজেপির ভাড়া করা বিশেষ ট্রেনে দলীয় কর্মীদের উঠতে বাধা দিয়েছে পুলিশ। এই ঘটনায় মমতা সরকরাকে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বিকেলে একটি ভিডিয়ো টুইট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে। পিসি ভয় পেয়ে ইতিমধ্যে নবান্ন ছেড়ে পিকনিক করতে মেদিনীপুর পালিয়েছেন। আমি নিউট🎐নের তৃতীয় সূত্র মনে রাখতে বলব, সমস্ত ক্রিয়ার (বলের)ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’
বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল কিশোরী youtuber, কোথায় খোঁজ মিলল তার?
আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘বিজেপি কর্মীদের পিসির চাকর পশ্চিমবঙ🎀্গ পুলিশ তুফনগঞ্জ ও আলিপুরদুয়ারে বাধা দিয়েছে। দেখুন কী ভাবে ব্যারিকেড তৈরি করে বিজেপি কর্মীদের আগামিকালে কলকাতার ক💙র্মসূচিতে যোগদানে বাধা দেওয়া হচ্ছে।’
মঙ্গলবার কলকাতায় বিজ𒐪েপির নবান্ন অভিযান কর্মসূচিকে কর্মীদের যোগদানের জন্য একাধিক ট্রেন ভাড়া করেছে দল। অভিযোগ, সোমবার বিকেলে উত্তরবঙ্গ থꦰেকে সেই ট্রেনগুলি ছাড়ার সময় বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেয় পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির কর্মসূচির পুলিশি অনুমতি নেই। পালটা বিজেপির প্রশ্ন, রেলের এলাকায় কী করে ঢোকে রাজ্য পুলিশ?