এবার পিএসি চেয়ারম্যান পদ নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সমালোচনা করলেন রাজ্য সরকারের। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন মামলা থেকে বাঙালি বিচারপতিরা সরে যাচ্ছেন এই সরকারের হিংসাত্মক আচরণের জন্য। তাঁদের পরিবারের সদস্যকে হুমকি দেওয়া হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দের উপরেও চাপ তৈরি করা হচ্ছে।’ এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে।বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ এই প্রথম। তাতে রাজ্য সরকার জড়িত বলে বিজেপি মনে করছে। দিলীপবাবু জানান, জাতীয় মহিলা কমিশনে রাজ্যে মহিলাদের উপর নির্যাতন নিয়ে অভিযোগ জানানো হয়েছে। তা খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন। এখনও অনেকে ঘরছাড়া। আর পিএসি চেয়ারম্যান ইস্যুতে তিনি বলেন,‘পিএসি চেয়ারম্যান নিয়ে বলার কিছু নেই। এটা সরকারের রীতি। আশা করি সরকার রাখবে। যদি তাঁরা না রাখেন তাহলে আইনত কিছু করার নেই। (শুভেন্দু গতকাল বলেছিল কোর্টে যাব, ভিন্ন সুর দিলীপের।) মুকুল রায়কে করা হলেও তাদের কিছু করার নেই।’তবে নন্দীগ্রাম মামলা অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা চলছে কৌশিক চন্দের বেঞ্চেই। তার মধ্যেই বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যদের উপর হুমকির অভিযোগ তোলপাড় হয়ে গিয়েছে। আবার পিএসি চেয়ারম্যান নিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধ মত পোষণ করায় জোর চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই। কারণ গতকালই শুভেন্দু বলেছিলেন, বিধায়ক পদই থাকবে না তো পিএসি চেয়ারম্যান আর সদস্য। সেখানে উল্টো সুর দিলীপের কেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে।