হাওড়ার বিজেপি প্রার্থীর পর এবার গ্রেফতার হলেন বিজেপির উ🃏ত্তর কলকাতার যুব মোর্চার সাধারণ সম্প💞াদক। গত তিন বছর আগের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে বিজেপি যুব মোর্চা নেতাকে। তালতলা থানা এলাকা থেকে গ্রেফতার করা হযেছে বিকাশ শর্মাকে। তিনি বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার সাধারণ সম্পাদক।
কেন গ্রেফতার বিজেপি নেতা? পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালে সরকারি কাজে বাধা দেন বিকাশ শর্মা। এই অভিযোগে মামলা হয়েছিল। তারপর বিজেপির যুব মোর্চার এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানার ভিত্তিতেই শনিবার রাতে ওই নেতাক✨ে গ্রেফতার করে তালতলা থানার পুলিশ।
বিষয়টি ঠিক কী ঘটেছে? শনিবার রাত𝔉ে বিকাশ শর্মাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ৩৫৩ ধা𝔍রায় মামলা ছিল। সেই মামলাতেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই গ্রেফতার কর𒉰া হয়েছে তাঁকে। আজ, রবিবার আদালতে তাঁকে পেশ করা হবে। বিজেপি নেতাকে একাধিকবার ডেকে পাঠালেও সাড়া দেননি বলে অভিয🉐োগ।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ার বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন প্🐬রতারিতরা। উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। সুমিতরঞ্জন কাঁড়ার নামে এই নেতা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে উদয়নারায়ণপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।