বটানিক্যাল গার্ডেনের উত্তর প্রান্তের গঙ্গা থেকে পদ্মপুকুর প্রকল্পের জল তোলার জন্য একটি জেটি রয়েছে। তার নাম হল ইনট☂েক জেটি। সেই জেটি সংস্কারে জট কাটল। এতদিন বটানিক্যাল গার্ডেনের কাছে অনুমতি না মেলায় এই সংস্কার আটকে ছিল। তবে সম্প্রতি বটানিক্যাল গার্ডেন জেটি🐭 সংস্কারে সবুজ সংকেত দিয়েছে। এরপরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) শীঘ্রই জেটি সংস্কারের কাজ শুরু করে দেবে।
আরও পড়ুন: রাজ্যে নিয়ন্ত্রণের꧙ বাইরে চলে যাচ্ছে গঙ্গা ভাঙন, মামলা জাতীয় পরিবেশ আদালতে
মূলত এই জেটি সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছিল শিবপুর বটানিক্যাল গার্ডেন। পরিবেশ দূষণ সহ একাধিক সমস্যার কথা জানিয়েছিল বটানিক্যাল গার্ডেন। যার ফলে গত ৬ মাস ধরে এই জেটি সংস্কারে অনুমতি মেলেনি। এ নিয়ে দফায় দফায় বটানিক্যাল গার্ডেনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে কেএমডিএ এবং অন্যান্য বিভাগ। পদ্মপুক🍌ুর জলপ্রকল্পের জন্য গঙ্গা থেকে জল তোলার মূল জেটি সংস্কার ক🦋রে পাম্প হাউস তৈরি করার হবে। প্রায় ৩০ কোটি টাকা খরচে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই কাজ করবে। হাওড়া পুরসভা ও কেএমডিএ জানিয়েছে, এই কাজে বটানিক্যাল উদ্যানের কোনও ক্ষতি হবে না।শুধুমাত্র জেটি সংস্কার করে তা আধুনিক মানের করা হবে।
গত মাসে জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি অব বটানিক্যাল গার্ডেনের চেয়ারম্যান রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে একটি জরুরি বৈঠক করেন। সেই বৈঠকের পরেই মঙ্গলবার বটানিক্যাল গার্ডেন এই অনুমতি দিয়েছে। গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিংহ জানান, এই কাজে দূষণ হবে এবং গার্ডেনের ক্ষতি হলে তা⭕ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। কেএমডিএ-কে এই শর্ত মেনে নিয়েছে বলে জানিয়েছে হাওড়া পুরসভা।