রাজ্যে শিক্ষকের শূন্যপদ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যো ডিগবাজি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মঙ্গলবার বিধানসভায় যিনি বলেছিলেন রাজ্যে শিক্ষকের শূন্যপদের সং𒅌খ্যা ৭৮১, বুধবার তিনি বললেন, সংখ্যাটা ৫৫০০০। ব্রাত্যর এই ভোলবদল নিয়ে আক্রমণ করেছেন বিরোধীরা।
বুধবার বি💧ধানসভা𝔍য় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, রাজ্যের স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিকে ৫,৫০০, মাধ্যমিকে ১১,৭৬৫, উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ ও প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৫,০০০ শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলিকে সুপারিশ করেছে রাজ্য সরকার। তার পরে যে শূন্যপদ রাজ্য সরকারের হাতে পড়ে রয়েছে সেকথা আমি গতকাল বিধানসভায় জানিয়েছি। তবে সেই সংখ্যাও যে নির্দিষ্ট নয়, তা উল্লেখ করেছি নিজের বক্তব্যে।
বলে রাখি, মঙ্গলবা🦩র বিধানসভায় শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৬৭ টি। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সংখ্যা ৪৭৩। মাধ্যমিক স্কুলে শিক্ষꦛকের শূন্য পদ ২৮। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র ১৩।’ সব মিলিয়ে রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদ ৭৮১।
ব্রাত্যর এই ভোলবদলে তাঁকে চꦏূড়ান্ত আক্রমণ করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি গতকালই বলেছিলাম ২০২২ সালে বিধানসভায় বলা হয়েছিল রাজ্যে শূন্যপদের সংখ্যা ২.৫ লক্ষ। শিক্ষামন্ত্রী প্রাথমিকের হিসাবে গোলমাল করে ফেলছেন। আসলে তথ্য গোপন করতে করতে আর মিথ্যে তথ্য দিতে দিতে এই সরকারের আর মাথার ঠিক নেই।’
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘ব্রাত্যবাবু ভালো নাটক করেন। সেই নাটক 𓆉শিক্ষা দফতরে না করলেই ভালো হয়। এখানে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।’