দ্রুত সেরে উঠছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসের সংক্রমণ প্রায় নিশ্চিহ্ন। খুলে দেওয়া হয়েছে রেনাল ক্যাথিটার। মুখ দি♋য়ে খাওয়ানোর চেষ্টা হিসাবে মুখে ফোঁটা ফোঁটা তরল দেওয়া হচ্ছে। কমেছে অক্সিজেন নির্ভরতা। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন উডল্যান্ডস হাসপাতালের কর্ণধার রূপালি বসু। আগামী সপ্তাহে বুদ্ধবাবুকে বাড়ি ফেরানোর ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিন বিকেলে চিকিৎসক রূপালি বসু বলেন, বুদ্ধবাবু দ্রুত সেরে উঠছেন। ওনার অক্সিজেন নির্ভরতা কমেছে। বুকে সামান্য জল জমেছে। তবে সেটা উদ্বেগের কিছু নয়। শনিবার পর্যন্ত ওনার সমস্ত অ্যান্টিবায়োটিক চলবে। ওনা🍸কে মুখ দিয়ে খাওয়ানোর চেষ্টা চলছে। বুদ্ধবাবুর রেনাল ক্যাথিটার খুলে দেওয়া হয়েছে। তবে রাইলস টিউবটি এখনো রয়েছে। সেখান দিয়েই খাওয়ানো হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বুদ্ধবাবুর ফুসফুসের সংক্রমণ প্রায় নিশ্চিহ্ন। ওনার বুকে সামান্য জল জমেছে। তবে ব𝕴ুদ্ধবাবুকে এই সপ্তাহে বাড়ি পাঠোনার পরিকল্পনা নেই। আগামী সপ্তাহের মাঝামাধি তাঁকে বাড়ি ফেরানোর পরিকল্পনা করা হতে পারে। চিকিৎসক বসু জানিয়েছেন, শনিবার মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করবেন। সেখানে এব্যাপারে কোনও রূপরেখা তৈরি হতে পারে।