বাড়িতেই নিভৃতবাসে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিআইএম সূত্রে খবর, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ে এখনও উদ্বেগের কিছু নেই। পাশাপাশি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচꦿার্যের শারীরিক অবস্থাও স্থিতিশীল আছে।
মঙ্গলবার ৭৭ বছরের বুদ্ধবাবু এবং তাঁর স্ত্রী'র করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, 'মঙ্গলবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং অ্যাটেনডেন্টের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। তাঁদের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে।' আপাতত চিকিৎসদের পরামর্শে বাড়িতেই নিভৃতবাসে আছেন বুদ্ধবাবু। সিপিআইএম সূত্রে খবর, অক্সিজেনের মাত্রা নিয়ে উদ্বেগের মতো পরিস্থিতি তৈরি না হলেও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা থাকায় তাঁকে হাসপাতালে ভ♓রতি করার চেষ্টা করা হচ্ছে। যদিও যথারীতি হাসপাতালে ভরতি হতে নারাজ বুদ্ধবাবু। স্বাস্থ্য দফতরের ওই আধিকারিক বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতেই পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাঁর শারীরিক অবস্থার উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে।’
অন্যদিকে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মঙ্গলবার রাতে মীরাদেবীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, শ্বাসকষ্ট, গায়ে ব্যথা ও জ্বরের মতো অনুভূতি নিয়ে মঙ্গলবার মীরাদেবী হাসপাতালে ভরতি হয়েছেন। তাঁর গুরুত্বপূর্ণ শার🔯ীরিক মাপকাঠি মোটের উপর স্থিতিশীল আছে। ঘরের বাতাসে তাঁর অক্সিজেন সম্পৃক্ততা ৯৫-৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। একাধিক পরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে ওষুধ দেওয়া হচ্ছে।