২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন থেকে টালা ব্রিজের উপর দিয়ে শুরু হবে বাস চলাচল। গতকাল থেকেই যান চলাচল শুরু হয়েছে টালা ব্রিজের উপর দিয়ে। গতকাল থেকে টালা ব্রিজের ওপর দিয়ে মূলত চালানো হচ্ছে ছোট গাড়ি। বাস চলাচল শুরু করলে শহরবাসী বিশেষ করে উত্তর কলকাতা ও উত্তর শহরতলীর মানুষ অনেকটাই উপকৃত হবেন। পুজোর আগে এই ব্রিজ চালু হওয়াটা কল൩কাতাবাসীর কাছে বড় উপহার।
আরও পড়ু🎶ন: তৃণমূল দক্ষিণ কলকাতা🌱র দল নয়, টালা ব্রিজ উদ্বোধন করে প্রমাণের মরিয়া চেষ্টা মমতার
গতকাল শনিবার থেকে টালা 🍃ব্রিজ খুলে দেওয়ার পরেই প্রচুর সংখ্যায় যান চলতে দেখা যায়। তবে ট্রাফিক পুলিশের অনুমান, শনিবার ও রবিবার এমনিতেই যানবাহনের চাপ কম থাকে। ফলে সোমবার থেকে এই ব্রিজের ওপর যান বাহনের চাপ বাড়বে। বাস চলবে চতুর্থ দিন থেকে এবং ভারী গাড়ি চলবে আগামী ৬ অক্টোবর থেকে। টালা ব্রিজ ভেঙ্গে দেওয়ার ফলে প্রায় দুবছর ধরে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে শহরবাসীকে। তবে পুনরায় এই ব্রিজ চালু হওয়ার পরে বরানগর থেকে বিটি রোড হয়ে শ্যামবাজারের দিকে আসতে অনেক কম সময় লাগবে। গত বৃহস্পতিবার চারলেনের এই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুনরায় টালা ব্রিজ চালু হাওয়ায় খুশি শহরবাসী। এতদিন মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতায় আসতে গেলে উত্তর কলকাতা ও শহরতলীর মানুষদের ঘুরতি পথ অতিক্রম করত⛦ে হতো। তবে টালা ব্রিজ চালু হয়ে যাওয়ার ফলে সেই ঝামেলা আর থাকছে না তাতেই খুশি সাধারণ মানুষ। কলকাতা পুরসভার ডেপুট♕ি মেয়র অতীন ঘোষ জানান, ‘আমি শ্যামবাজারে থাকি। শ্যামবাজার থেকে কাশিপুরের দূরত্ব খুবই কম। কিন্তু টালা ব্রিজ বন্ধ থাকার ফলে এতদিন ঘুরে ঘুরে আমাকে যেতে হতো। এখন অতি সহজে এবং দ্রুত কাশিপুর সহ উত্তর কলকাতার অন্যান্য জায়গায় পৌঁছানো সম্ভব হবে।’