তন্ময় চট্টোপাধ্যায়
বীরভূমের বগটুই হত্যাকাণ্ডে ধৃত দুই নাবালক জামিন পেয়েছে। আর সেই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে সিবিআইকে হলফনামা জমা দিতে বলল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানিয়েছেন, বগটুইকাণ্ডে ধৃত দুজন নাবালককে স্পেশাল হোমে রাখা হয়েছিল। কিন্তু সিউরির জুভেনাইল জাস্টিস বোর্ড তাদের জামিন দিয়েছে। সেই জামিন বাতিল করার জন্য আবেদন করেন তিনি। সিবিআইয়ের তরফে তিনি জানিয়েছেন, অপরাধের গভীরতা বিচার করে ও এই ঘটনায়🔜 তাদের জড়িয়ে থাকার সম্ভাবনার জেরে তাদের মুক্তি দেওয়াꦛ ঠিক নয়।
এদিকে সিনিয়র কাউন্সেল ফিরোজ ইদুলজি জানিয়েছেন, জুভেনাইল জাস্টিস বোর্ড কোনও জামিন দিলে তা স্বতপ্রণোদিতভাবে বাতিল করার অধিকার হাইকোর্টের রয়েছে। সবপক্ষের মতামত শুনে বিচারপতিদের🔜 বেঞ্চ সিবি💃আইকে হলফনামা জারির কথা জানিয়েছে। ১০ই মে পরবর্তী শুনানির আগ♛ে এই হলফনামা দাখিল করার কথ🐎া বলা হয়েছে।