মাদক মামলায় অভিযুক্ত এক যুবক প্রায় দু’বছর ধরে জেলে বন্দি রয়েছেন। কিন্তু, তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদক কী জাতীয় এত সময় অতিবাহিত হওযꦇ়ার পরেও সেই রিপোর্ট এসে পৌঁছয়নি পুলিশের কাছে। ফলে জামিন পাচ্ছেন না ওই যুবক। সেই সংক্রান্ত মামলায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন স্বরাষ্ট্র সচিবকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মামলার বয়ান অনু🌸যায়ী, জাহাঙ্গীর মণ্ডল নামে এক যুবককে বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল মেথামফেটামাইন। এটি এক ধরনের মাদক🎐। তবে তা কী ধরনের তা জানার জন্য গাজিয়াবাদের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। কারণ এই ধরনের কোনও পরীক্ষাগার পশ্চিমবঙ্গ🅷ে নেই। কিন্তু, ৬০০ দিন পেরিয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি পুলিশের কাছে কী কারণে এত বিলম্ব রাজ্যের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
এদিন আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের মাদক পরীক্ষার করার কোনও পরিকাঠামো রাজ্যে নেই। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, কোনও অভিযুক্তকে র🐻িপোর্ট ছাড়াই কীভাবে এতদিন আটকে রাখা যায়? সে বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাবনা জানতে চায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের আইনজীবীর দাবিꩲ, এক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের কোনও গাফিলতি নেই।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার 🦩HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup