দুর্গাপুজোর মণ্ডল অপবিত্র করার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিক𝓰ারী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে তিনি দাবি করেছেন, কোচবিহারের শীতলকুচিতে নির্মিয়মান দুর্গামণ্ডপে গবাদি পশুর কাটা মাথা রেখে গিয়েছে কেউ বা কারা। এই ঘটনাকে ‘হুমকি’ বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে পুলিশকে এব্যাপারে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু।
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্যালে, তৃ🧸ণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
পড়তে থাকুন - SC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সা﷽গর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
একটি ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘ঘৃণ্য – জঘন্য পদ্ধতিতে সীমান্তপারের চরমপন্থী সাম্প্রদায়িক নিপীড়নকে আমদানি করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। বাংলাদেশের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে দুর্গাপুজোর উৎসবমুখরতাকে মলিন করতে ও সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উত্তেজন🀅া ছড়িয়ে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে একই রকম কাজ করছে পশ্চিমবঙ্গের দুষ্কৃতীরা। কোচবিহারের শীতলকুচির খলিসামারি সরকার হাট এলাকায় নির্মিয়মান দুর্গাপুজোর প্যান্ডেলে একটি গবাদি পশুর কাটা মাথা উদ্ধার হয়েছে। আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, কোচবিহারের পুলিশ সুপার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য ও জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনাকে দ🔴্রুত এব্যাপারে পদক্ষেপ করতে অনুরোধ করব। যাতে এই প্রবণতাকে অঙ্কুরেই বিনাশ করা যায়।
আরও পড়ুন - কীভাবে হামলা♑ চালাল রোগী পরিবার🔥? সাগর দত্তের নিরাপত্তা সংস্থাকে শোকজ
সোমবার সকালে খলিসামারির ওই নির্মিয়মাণ পুজো মণ্ডপে গবাদি পশুর মাথাটি দেখা যায় বলে জানিয়েছেন স💧্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশবাহিনী। দ্র𒐪ুত দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা।