একই সঙ্গে বদলি করা হল নারদা, সারদা ও রোজভ্যালি মামলার তদন্তে নিযুক্ত শীর্ষ স্থানীয় আধিকারিকদের। এর আগে বদলি হয়েছেন তিন পুলিশ সুপারিন্টেন্ডেন্ট।সারদাকাণ্ডের দায়িত্বে থাকা তদন্তকারী আধিকারিক ডিএসপি তথাগত বর্ধনকে সম্প্রতি বদলি করা হয়েছে। তাঁর জায়গায় অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিককে।সিবিআই সূত্রে খবর, কাজে গতি আনতে সম্প্রতি রোজভ্যালি ও নারদাকাণ্ডে তদন্তের লাগাম এবার দেওয়া হয়েছে দিল্লি এবং বিহারের দুই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকের হাতে। তার আগে এই দুই মামলার নেতৃত্বে ছিলেন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। কিছু দিন আগে তাঁদের বদলি কার্যকর হয়েছে।প্রসঙ্গত, গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড তদন্তকারী সিবিআই দলের খোলনলচে পালটে ফেলা হয়। তিন এসপি পদমর্যাদার আধিকারিককে অন্তর্ভুক্ত করা হয় আর্থিক অপরাধ তদন্ত শাখা ৪-এ। তার আগে চার জন এসপি পদমর্যাদার আধিকারিকের হাতে ওই দুই মামলায় তদন্তের দায়িত্ব ছিল।