কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিধিভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে। বৃহস্পতিবার এক টুইটে এই দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য। আরজি কর মেডিক্যালে 𒅌নির্যাতিতা মহিলা চিকিৎসকের চাদর বদলের অভিযোগে ইন্দির🍌া মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে একথা বলেন তিনি। এব্যাপারে অভিযুক্ত একজন পুলিশ আধিকারিকের বক্তব্যের কোনও গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন তিনি। ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন নির্যাতিতার বাবাও।
আরও পড়ুন - সন্দীপেরꦉ দশা হল অরুণাভর, কাজে যোগদান করতে গিয়ে পড়লেন তুমুল বিক্ষোভের মুখে
পড়তে থাকুন - আরজি করের প্রতিবাদ, ꧟পুজো কমিটির প💦র এবার রাজ্য সরকারের অনুদান ফেরাল নাটকের দল
বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে অমিত মালব্য লিখেছেন, ‘ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজ্যপালের দফতরকে কালিমালিপ্ত করার চেষ্টা করায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুন নিয়ে তাঁর বক্তব্য কতটা গ্রহণযܫোগ্য তা নিয়ে নিশ্চিত নই। এই ঘটনায় নির্যাতিতার বাবা - মা ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাঁরা জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না, তাহলে জানলেন কী করে যে মৃতদেহের ওপরে কী রংয়ের চাদর রয়েছে? নির্যাতিতার বাবা ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্যকে ১০০ শতাংশ মিথ্যে বলে জানিয়েছেন।’
অমিত মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আড়ালে লুকিয়ে যত সত্য গোপন করার চেষ্টা করছেন ত♐ত বেশি করে সত্য প্রকাশ্যে চল♋ে আসছে। সবার আগে তাঁর পুলিশের পিছনে লুকানো বন্ধ করা উচিত। পশ্চিমবঙ্গ কোনও পুলিশশাসিত রাজ্য নয়।’
আরও পড়ুন - ‘বাংলাদেশের পুলিশের থেকেও 🎀খারাপ অবস্থা হবে পশ্চিমবঙ্গ পুলিশের’
বলে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। এর পর গত ১♏৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁকে পুলিশ পদকে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।