রাজ্যে☂ কোভিড সংক্রমণ এখনও কমার লক্ষণ দেখা যায়নি। শহরের হাসপাতালগুলিতে বাড়ছে কোভিড আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাসপাতালগুলি রোগীর অস্ত্রোপচারের বা অন্যান্য চিকিৎসার আগে কোভিড পরীক্ষা শুরু করেছে। হাসপাতালের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করাও হচ্ছে।
স্বাস্থ্য দফতরের তথ্য 𓂃অনুযায়ী মঙ্গলবার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১৪৩৫ জন। এর মধ্যে বেশির ভাগই কলকাতার। কোভিড পজ💟িটিভিটি রেট বেড়ে হয়েছে ২২ শতাংশ।
আমরি হাসপাতালের গ্রুপ সিইও রুপক বড়ুয়া টাইমস অফ ইন্ডিয়াকে বলেন,'আমরা হাসপাতালে ভর্তির জন্য আসা সমস্ত রোগীরই কোভিড টেস্ট করানো হচ্ছে। বিশেষ করে যাঁরা অস্ত্রোপচারের জন্য এসেছেন। বর্হিবিভাগে দেখাত♋ে আসা রোগীদের ক্ষেত্রেও সার্জিক্যাল মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড ওয়ার্ডে যারা কাজ করছেন তাঁদের এন৯৫ মাস্ক পরতে বলা হয়েছে।' তিনি জানিয়েছে, হাসপাতালের তিনটে ইউনিটে ২০ জন কোভিড রোগী ভর্তি রয়েছেন।
একই🍌 সিদ্ধান্ত নিয়েছে পিয়ারলেস হাসপাতালও। হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র জানিয়েছেন, তাঁরা আবারও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন। তিনি বলেন. 'শ্বাসকষ্ট বা কিছুদিন আগে জ্বর হয়েছিল এমন রোগীদের ক্ষেত্রে কোভিড টেস্ট করা হচ্ছে।'
রুবি জেনালের হাসপাতালে ১০ জন কোভিড রোগী ভর্তি রয়েছেন। এরা হাসপাতালে এসেছিলেন অন্য রোগের চিকিৎসা করাতে। কোভিড পরীক্ষার সময় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। রুবির চিফ জেনারেল ম্যানেজার জানিয়েছেন, যেহেতু জেনএক্সপার্ট টেস্ট এক ঘণ꧋্টার মধ্যে কোভিড পরীক♛্ষার ফল দেখিয়ে দেয়। তাই রোগীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
আরএন টেগোর হাসপাতাল চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁর রোগীর আত্মীদের মꦐাস্ক দিচ্ছে। একই ছবি শহরের অন্য হাসপাতালগুলোতেও।