রক🎉্ষকই ভক্ষক! ব্যবসায়ীকে অপহরণ করে প্রচুর অঙ্কের মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠ💯েছে একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অপহরণের পর দুদিন ধরে ব্যবসায়ীকে আটকে রাখা হয়। শেষে পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এছাড়াও ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ভাঙড় থানার শাঁকশহর এলাকার। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে শনিবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই সিভিক ভলান্টিয়ার ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ।
আরও পড়ুন: ২দিন ধরে নিখোঁজ হাওড়ার শিশু, খুড়তুতো দাদার🦹 বিরুদ্ধে বিক্রির অভিযোগ পরিবারের
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম ফিরোজ মিদ্দে। সে কাশিপুর থানার সিভিক ভলান্🧸টিয়ার। অন্যদিকে, ব্যবসায়ী ভাঙড় থানার শাঁকশহর এলাকার বাসিন্দা। তাঁর নাম হল রহমত ⭕মোল্লা। তদন্তকারীরা জানতে পেরেছেন, সিভিক ভলান্টিয়ারের সঙ্গে রহমতের ব্যবসায়িক লেনদেন ছিল। গত মঙ্গলবার সিভিক ভলান্টিয়ার এবং আরও বেশ কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে ফোন করে ভাঙড় থানার বালিগাদা এলাকায় যেতে বলে। সেই মতোই ব্যবসায়ী ওই এলাকায় পৌঁছন। কিন্তু সেখানে পৌঁছতেই ঘটে বিপত্তি।
সিভিক ভলান্টিয়ার এবং তার দলবল ব্যবসায়ীর মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর সেখান থেকে নিউটাউন এলাকায় যায়। সেখানে দুদিন ধরে ব্যবসায়ীকে আটকে রাখে। প্রথমে সিভিক ভলান্টিয়ার ব্যবসায়ীর বাড়িতে ফোন করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু, ব্যবসায়ীর পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছিল এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। পরে ১০ লক্ষ টাকা দাবি করে সিভিক ভলান্ট𝓰িয়ার। ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ নিউটাউন এলাকা থেকে অপহৃত ব্⛄যবসায়ীকে উদ্ধার করে।