আরজি করে মহিলা চিকিৎককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের 🦩সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। গত ৯ অগাস্ট রাতে বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের ব্যারাক তেকে তাকে মত্ত অবস্থায় গ্রেফতার করেছিল পুলিশ। এর পরই কলকাতা তথা রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়ে ফের একবার সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থ🥂িতিতে কলকাতা শহরের সমস্ত থানাকে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ে পাঠাল লালবাজার।
আরও পড়ুন - মহিলജাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন, RG করের ঘটনার পরে একগুচ্ছ পরামর্শ
পড়তে থাকুন - ‘এত ইস্যু হল’, চ꧃া𓂃পে পড়ে মমতার নির্দেশে ৪২ ডাক্তারের বদলির নির্দেশ বাতিল রাজ্যের
সূত্রের খবর, লালবাজার থেকে কলকাতা পুলিশের সমস♏্ত থানা ও সমস্ত ইউনিটকে নোটিশ পাঠিয়ে সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের ব্যাপারে সেই তথ্য পাঠাতে হবে লালবাজারে। জানতে চাওয়া হয়েছে, কোনও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও নথিভুক্ত অভিযোগ রয়েছে কি না। তাদের চরিত্র কেমন। কেউ কোনও নেশা করেন কি না। সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজে আধিকারিকারিকরা সন্তুষ্ট কি না।
আরও পড়ুন - মহিলাকে নগ্ন করে দৌড় করানোর অভিযোগ বিজജেপির বিরুদ্🐽ধে, নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল