জাওয়াদ আছড়ে পড়েনি বাংলায়। তবে রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অঝোরধারায় বৃষ্টি। এর সঙ্গেই ভরা কোটালের আশঙ্কা। সব মিলিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাওড়া ও কলকাতার মধ্যে সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখা হল। সমস্ত লঞ্চগুলিকে জেটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কোনওভাবেই দড়ি ছিঁড়ে যাতে লঞ্চগুলি ভেসে না যায় সেকারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে কবে থেকে ফেরি সার্ভিস স্বাভাবিক হবে? ফেরি সার্ভিসের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, দুর্যোগ না কাটা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ৬ ডিসেম্বর দুর্যোগ না কাটলে ফেরি সার্ভিস বন্ধ থাকতে পারে। ফেরি সার্ভিসের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, সব লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা বলা হয়েছে। এর সঙ্গে গঙ্গায় ভরা কোটাল রয়েছে। ভেসেলগুলিকে নিরাপদে রাখার জন্য বলা হয়েছে। সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্ন কবে ফের চালু হবে গঙ্গা পারাপার? কর্মীরা জানিয়েছেন সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। সোমবার যদি আবহাওয়ার উন্নতি হয়ে যায় তবে সোমবার থেকেই জেটি খুলে দেওয়া হবে। না হলে সোমবার দেখে মঙ্গলবার থেকে ফেরি সার্ভিস চালু হতে পারে। অপর এক ফেরি কর্মী গোপীনাথ দে জানিয়েছেন, হাওড়া- কলকাতার মধ্যে লঞ্চ চলছে না। লঞ্চ বাঁধা আছে। দুর্যোগ কেটে গেলে তারপর ফের লঞ্চ পরিষেবা চালু হবে।