পশ্চিমবঙ্গে আরও একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। তাতে আবার সেই ব্রিটেন যো𓆏গ উঠে এল।
আরও পড়ুন : চৈত্র নবরাত্রিতে করোনা দমনে ꦰপ্রধানমন্ত্রী মোদীর নয় অনুরোধ- এক নজরে
গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাꦯতায় ফিরেছিলেন বয়স ২২-এর ওই যুবক। বালিগঞ্জের একটি অভিজাত আবাসনে তাঁর বাড়ি। বিমানবন্দরের থার্মাল স্ক্রিনিংয়ে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে লন্ডন থেকে ফে🀅রায় তাঁকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন : Coronavi♏rus latest update in India: মৃত্যুর নিরিখে চিনকে টপকে গেল ইতালি, ভারতে আক্রান্ত ১৯৫
পরিবারের দাবি, সেই নির্দেশমতো বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় যুবক জানান, লন্ডনে তাঁর দুই অবাঙালি সহপাঠীও করোনায় আক্রান্ত হয়েছেন। একজন ছত্তিশগড়ের রায়পুর ও অপ𒁃রজন চণ্ডীগড়ের বাসিন্দা। তবে গত বুধবার পর্যন্ত ওই যুবকের দেহে করোনার কোনও উপসর্গ দেখা মেলেনি। কিন্তু বৃহস্পতিবার তাঁর সর্দি-কাশি শুরু হয়। সেদিনই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাঁকে ভরতি করে লালারসের নমুনা পরীℱক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়। গভীর রাতে সেই রিপোর্ট আসে। তাতে দেখা যায়, ওই যুবক COVID-19-এ আক্রান্ত।
আরও পড়ুন : India against Covid-19: অর্থনৈতিক পরিস্থিতি�� 😼সামলাতে টাস্ক ফোর্স গড়ল কেন্দ্র
যুবকের বাবা,মা, পরিচারক ও গাড়িচালক-সহ তাঁর সঙ💛্গে যাঁরা সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি, যে বিমানে করে আক্রান্ত যুবক কলকাতায় ফিরেছিলেন, সেই বিমানের সাতটি সারির যাত্রীদের তালিকা খতিয়ে 🥀দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।