আগামী ৮ জুলাই জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষ্যে বসানো হয়েছিল সারি সারি চারা গাছ। পরিকল্পনা ছিল ‘গ্রিন ওয়াল’ তৈরির। কিন্ত সেখানে গিয়ে দেখা গেল, কপূরের মতো উবে গিয়েছে সমস্ত চারাগাছ! আর তা নিয়েই এখন হুলস্থূল কাণ্ড বঙ্গ সিপিআইএমে। নিউটাউনে পাঁচ একর জমিতে প্রয়াত নেতার নামে একটি আধুনিক গবেষণাকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিল সিপিআইএমের নেতৃত্ব। জ🌳মিরꦉ হস্তান্তর সংক্রান্ত জটিলতা মেটার পর সেই জমিতে গতবার বৃক্ষরোপণ করে জ্যোতিবাবুর জন্মদিনকে স্মরণ করেছিলেন আলিমুদ্দিনের নেতারা।
ঠিক কী ঘটেছে নিউটাউনে? স্থানীয় সূত্রে খবর, ওই চারাগুলিꦬ আর মাথা তুলে দাঁড়ায়নি। বছর ঘুরে আরও একটি ৮ জুলাই সামনে আসায় খোঁজ নিতে গিয়ে সিপিআইএমের নেতারা জানতে পারেন, বসুকে স্মরণ করে তাঁদের পোঁতা একটি চারাগাছেরও হদিশ নেই। সব ভ্যানিশ। হয় চুরি হয়েছে, নতুবা সেগুলি গরুর খাদ্যে পরিণত হয়েছে। তাহলে এই বছর জ্যোতি বাবুর জন্মদিন পালন করা হবে কীভাবে? সিপিআইএম সূত্রে খবর, এই বছর ১০০০ চারা গাছ বিতরণ করা হবে প্রয়াত নেতার জন্মদিনে। সঙ্গে গ্রিন ওয়ালের পরিবর্তে জমির চারপাশে ইটের পাঁচিল তোলা হবে।
উল্লেখ্য, নিউটাউনে ৫ একর জমিতে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে একটি আধুনিক গবেষনা কেন্দ্র এবং মিউজিয়াম তৈরি করার কথা ভেবেছিল সিপিআইএমের রাজ্য ন🦩েতৃত্ব। গত বছর সেই জমিতে বৃক্ষরোপন করে জ্যোতিবাবুর জন্মদিন পালন করেছ🎐িল সিপিআইএম নেতারা। রাজ্য সিপিআইএম নিয়ন্ত্রিত একটি অছি পরিষদ গঠন করা হয়েছে। যার নাম জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। স🍰ংস্থার চেয়ারম্যান বিমানবাবু। কেরলে যেমন প্রয়💃াত নেতা এ কে গোপালনের নামে একেজি সেন্টার রয়েছে, সেই আদলেই তৈরি হবে এটি।