রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ। ৪০ পেরিয়েছে কলকাতার তাপমাত্রা। এই পরিস্থিতিতে সাময়িক ভাবে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতেও ছুটি ঘোষণা করা ✨হয়েছে।
মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারিꦏ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র গরম এবং তাপপ্রবাহের জন্য বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটদের পঠনপাঠন আপাতত বন্ধ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে ২ মে যেতেক ১১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজগুলিতে ক্লাস বন্ধ থাকবে।
আরও পড়ুন। ৪𒊎৭.২ ডিগ্রিতে পಌুড়ল কলাইকুণ্ডা, গরমে দেশে ফার্স্ট বাংলা, ৪৪ ডিগ্রি পার ১০ জায়গার
আরও পড়ুন। বৃষ্টি চল💝ছে ২ জেলায়, নামছে ১টিতে! চলবে ২-৩ ঘণ্টা, ফের ক✤বে বর্ষণ হবে? রইল তালিকা
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরও বিজ্ঞপ্তি
উচ্চমাধ্যমিক শিক্ষা সংস🍌দ থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য জুড়ে যে তাপপ্রবাহ চলছে, এখনই তার থেকে স্বস্তি পাওয়ার কোনও পূর্বাভাস নেই। তাই স্কুলগুলি চাইলে তাদের গরমের ছুটি চালিয়ে যেতে পার। প্রয়োজনে অনলাইন ক্লাস চালু করা যেতে পারেন।
আরও পড়ুন। ভিক্টোরিয়ার ৩ ক✱িমির মধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে চারটি চায়ের দোকান, সতর্ক করল KMC
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ১০টি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৪৫.৬ ডিগ্রিতে পানাগড়, ৪৫.৫ ডিগ্র🧜িতে মেদিনীপুর, ৪৫.১ ডিগ্রিতে বাঁকুড়া, ৪৪.৬ ডিগ্রিতে ব্যারাকপুর, ৪৪.৪ ডিগ্রিতে সিউড়ি, ৪৪.২ ডিগ্রিতে আসানসোল এবং ৪৪ ডিগ্রিতে কৃষ্ণনগর ছিল তাপমাত্রা। পানাগড়ের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি ছিল।
এদিন কলকাতা ও দমদমের তাপমাত্রা তাপমাত্রাও ৪৩ ডিগ্রি ꦇছুঁয়েছে। কলকাত𒀰ার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি বেশি।
আরও পড়ুন। মাধ্যমিকের রেজাল্ট বে𒈔রোলেই ফোনে জানিয়ে দেবে HT বাংলা! আগেভাগে রেজিস্☂টার করুন
আরও পড়ুন। পারফরম্যান্সে ꦇপ্রথম SSKM, জেলার দখলে ২য়-৩য় স্থান, পিছিয়ে ꦰকলকাতার হাসপাতাল