কালীপুজোর রাতে কালীঘাট বা দক্ষিণেশ্বরে যাওয়ার পরিকল্পনা আছে? আর সহজেই যাতে কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মা কালীর পুজো দিতে পারেন, মা কালীর দর্শন করতে পারেন এবং অঞ্জলি দিতে পারেন, সেজন্য রাতে স্পেশাল পরিষেবা দেবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, কালীপুজোর রাতে ৯ টা ৪০ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে নর্থ-সাউথ লাইনে (ব্লু লাইন তথা দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন) মোট আটটি স্পেশাল মেট্রো চা𓄧লানো হবে। ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চ𝔍লবে।
কম মেট্রো চলবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে
অন্যান্য কর্মদিব🍨সের তুলনায় আজ (কালীপুজোয়) নর্থ-সাউথ লাইনে কম মেট্রো চা🔴লানো হবে। সাধারণত বৃহস্পতিবার ২৯২টি মেট্রো চলাচল করে। আজ সেখানে আটটি স্পেশাল মেট্রো ধরে নর্থ-সাউথ লাইনে মোট ১৯৮টি মেট্রো (৯৯টি আপ এবং ৯৯টি ডাউন) চালানো হবে বলে জানানো হয়েছে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী স্পেশাল মেট্রোর সূচি
১) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১০ টা।
২) কবি সুভাষℱ♔ থেকে দক্ষিণেশ্বর: রাত ১০ টা ২০ মিনিট।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ🌜্বর: রাত ১০ টা ৪০ মিনিট।
৪) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ১১ টা।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী স্পেশাল মেট্রোর সূচি
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪৮ মিনিট🐓।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ:൲ রাত ১০ টা ৮ মিনিট।
৩) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত 🅠১০ টা ⛄২৮ মিনিট।
৪) দক্ষিণেౠশ্বর থেকে কবি সুভাষ: রাত ১০ টা ৪৮ মিন💦িট।
শিয়ালদা থেকে সল্টলেক মেট্রোর সময়সূচি
অন্যান্য কর্মদিবসে ꦛইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ১০৬টি মেট্রো চলাচল করে। সেখানে আজ ৯০টি মেট্রো (৪৫টি আপ এবং ৪৫টি ডাউন) চালানো হবে। শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ লাইনে কখন শেষ মেট্রো পাওয়া যাবে -
১) শিয়ালদা থেকে🐬 সꩵল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিটꦕ।