'সবার পকেটে ব্লেড আছে, আমরা সুইসাইড করব,' ত্রিপুরায় আক্রান্ত হওয়ার পর লাইভে চিৎকার করে বলেছিলেন দেবাংশু। নিজেও স্বীকার করেছেন সেকথা। কিন্তু সত্য়ি কি তাঁদের কাছে ব্লেড ছিল। সোশ্য়াল মিডিয়ায় তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘যে সময় সুদীপের মাথা ফাটে আগরতলায় নিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু 🉐পুলিশ সেই ব্যবস্থা করেনি। তাই পুলিশকে বলতে বাধ্য হয়েছিলাম। পুলিশকে ভয় দেখাতে, পুলিশকে যদি না বোঝাতে না পারতাম তবে সমস্যা হত। কিন্তু পুলিশকে বোঝাতে পারিনি আমরা। এরপরেই তিনি বলেন, আমাদের কাছে যদি ব্লেড থাকত তবে পুলিশ গ্রেফতার করার পর আমাদের কাছ থেকে কি ব্লেড উদ্ধার করতে পেরেছে?’
জয়া দত্ত বাইক ভাঙছে এই প্রসঙ্গে দেবাংশু জানিয়েছেন,' আমাদের যখন ইট মারা হয়, জয়াদির কান থেকে রক্ত বের হয়। একটা ছেলে তার বাইক ফেলে চলে যায়। সেই বাইকটার উপর রেগে গিয়ে জয়াদি লাঠি চালিয়েছিল। কী করতেন আপনি সামনে থাকলে? আমার আক্রান্ত হওয়ার পর, পুলিশ আমাদের দিকে তেড়ে আসার পর ভাঙা হয়েছিল।' জানিয়েছেন দে🍒বাংশু।
পুলিশ কি জল দিয়েছিল? সেব্য়াপারꦚে শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও প্রসঙ্গে দেবাংশু জানিয়েছেন, আমবাসার হামলার চারদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের হামলার প্রতিবাদে ত্রিপুরায় থানার সামনে বিক্ষোভ ছিল। তখন পুলিশ জল দিয়েছিল। সেই ভিডিওটাই গুলিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী। ভুল ধরি💯য়ে দিলেন দেবাংশু।