কলকাতায় ভয𒈔়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। পুজোর পরেও কলকাতায় ডেঙ্গি সং🔥ক্রমণ অব্যাহত রয়েছে। এবছর শহরে ডেঙ্গি সংক্রমণ যেভাবে ছড়িয়েছে পরিসংখ্যান বলছে তা গত ৩ বছরের তুলনায় সবচেয়ে বেশি। এবছর কলকাতা শহরে ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২৮০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে কলকাতা পুরসভাকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
সল্টলেকে ডেঙ্গিতে মৃত্য♉ু উত্তরপ্রদেশে💦র মহিলার, বাঁকুড়ায় বাড়ছে ডেঙ্গি
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক সোমবার জানিয়েছেন, ২০১৯ সালে শহরে এই সময়ের মধ্যে ১৬৩০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েꦉছেন। একই সময়ের মধ্যে ২০২০ এবং ২০২১ সালেও এত সংক্রমণ হয়নি। ২০১৮ সালের পর থেকে এই প্রথম এত লোক ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতার পাশাপাশি শহরতলি এলাকাতেও ডেঙ্গি বাড়ছে। রবিবার, রাজ্যের বিভিন্ন জায়গায় ৭৯২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। অক্টোবর পড়লেও এখনও ডেঙ্গি কমার কোনও লক্ষণ দেখছেন না আধিকারিকরা। ডেঙ্গি আরও বাড়ার বিষয়ে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্তারা।
এক আধিকারিক জানান, পুজোর পর মণ্ডপের খুঁটির গর্তে জল জমে থাকছে। তা থেকে ডেঙ্গি আরও বাড়তে পারে। রাজ্যের স্বাস্থ্য দফতর পুরসভাকে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে বলেছে। কোথাও জল জমে রয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘কোথাও যেন জল জমে না যায় সেদিকে নজর রাখতে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। আমরা পুজো কমিটিগুলিকে এই সর্তক করেছি।’এখনও পর্যন্ত ডেঙ্গিতে কলকাতা-সহ গোটা রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্তাদের মতে, অক্টোবরেও ডেঙ্গির বারবাড়ন্ত থা🔯কবে না। নভেম্বর থেকে ডেঙ্গি কমতে পারে।