কুলতলিতে সাদ্দাম হোসেন নামে ♛এক ব্যক্তির বাড়ির খাটের তলায় সন্ধান মিলেছে সুড়ঙ্গের। অভিযোগ ওই ব্যক্তি নকল সোনার কারবারের সঙ্গে যুক্ত। কিন্তু প্রশ্ন উঠছে কেন গোয়েন্দারা এতদিন ধরে এই সুড়ঙ্গের সন্ধান পেলেন না?
এদিকে এই ঘটনায় এবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার প্রসঙ্গ উত্থাপন করলেন রাজ্য 🐲পুলিশের ডিজি রাজীব কুমার। সাংবাদিক বৈঠকে রাজ💖্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই ওঠে কুলতলির প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পের প্রসঙ্গ তুলে ধরেন রাজীব কুমার।
রাজীব কুমার বলেন, আমেরিকার হামলার ঘটনাটিকেও কি তাহলে গোয়েন্๊দা ব্যর্থতা বলবেন? কিছু কিছু ঘটনা ঘটে যায়। কিন্তু মূল বিষয়♌ হল ঘটনাটিকে কীভাবে মোকাবিলা করা হচ্ছে সেটা দেখা। মানুষের তৈরি করা কোনও সিস্টেমই একশো শতাংশ নিশ্ছিদ্র নয়।
কার্যত মোক্ষম জবাব দিলেন ডিজি রাজীব কুমার।
কী হয়েছিল আমেরিকায়?
আমেরিকায় সভাস্থলে ডোনাল্ড ট্রাম্প স্টেজে ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। এরপরই সিক্রে🍃ট সার্ভিস এজেন্টরা দ্রুত এলাকা ঘিরে ফেলে🅺।এরপর সিক্রেট সার্ভিসের এজেন্টরা দ্রুত তাঁকে ঘিরে ফেলে𓆉 ও মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। তখন দেখা গিয়েছে যে তার মুখ থেকে রক্ত ঝড়ছে। এদিকে রক্ষীরা তাঁকে দ্রুত নিয়ে যাচ্ছিল। সেই সময় তিনি মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে দেখান।
মার্কিন সিক্রেট সার্ভিস তাদের বিবৃতিতে জানিয়েছে, একজন দর্শক মারা গিয়েছেন। অপরজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। মার্কিন সিক্রেট সার♕্ভিসের অফিসার একজন বন্দুকবাজকে নিকেশ করেছে। এই গুলি চালানোর ঘটনার ঘণ্টা খানেক পরে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কানের উপরের অংশে গুলি লেগেছে।
কী হয়েছিল কুলতলিতে?
কুলতলিতে নকল সোনার কারবার চলছে বলে পুলিশ খবর পেয়েছিল। এরপরই পুলিশ তদন্তে নামে। পুলিশ ওই গ্রামে গেলে পুলিশের উপর সাদ্দামের লোকজন চড়াও হয় বলে অভিযোগ। এরপর পুলিশকে লক্ষ্য করে সাদ্দামের ভাই গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরে বিরাট পুলিশ বাহিনী এলাকায় যায়। ততক্ষণে বেপাত্তা সাদ্দাম ও তার🧜 সহযোগীরা। এরপর সাদ🧸্দামের বাড়িতে যায় পুলিশ। আর সেখানে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল সুড়ঙ্গ।কিন্তু প্রশ্ন উঠছে সুড়ঙ্গ একদিনে তৈরি হয়েছে এমনটা নয়। দিনꦑের পর দিন সম🌳য় লেগেছে কংক্রিটের সুড়ঙ্গ তৈরি করতে। কিন্তু তারপরেও কেন জানতে পারল না পুলিশ? আর সেই সুড়ঙ্গে মুখটা খোলা রয়েছে। তারপরেও তা জানতে পারল না পুলিশ?