খোঁজ পাওয়া গেল নদিয়ার ধুবুলিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির অপহৃত প্রধানের। তাঁর খোঁজ পাওয়া গিয়েছে হাসপাতালে🦩। তৃণমূলের দাবি, তৃণমূ☂লে যোগদান করেছেন তিনি।
বৃহস্পতিবার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া ১ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। পঞ্চায়েত নির্বাচনে ধুবুলিয়া ১ নম্বর পঞ্ಞচায়েতে ২১টি আসনের মধ্যে ১১টিতে জয় লাভ করে বিজেপি, ৮টি পাযꦯ় তৃণমূল ও ২টি আসনে সিপিআইএম জয়লাভ করে।বৃহস্পতিবার শাসকদলের হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। অভিযোগ, বোর্ড গঠনের পর বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত ভবন থেকে বাইরে বেরিয়ে আসার সময় অপহরণ করে শাসকদল তৃণমূল কংগ্রেস।
বিজেপির প্রধানকে অপহরণের পরেই উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। এর পর ধুবুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি পুলিশ প্রশাসনের চোখের সামনে তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় সংবাদকর্মীদের। দুর্বৃত্তদের হাতে মার খেয়ে মোবাইল ফোন ভেঙে যায় একজন সংবাদকর্মীর। এছা🌟ড়াও সংবাদ কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সবটাই চোখের সামনে ঘটলেও পুলিশ নির্বিকার ছিল।
বিকালে জানা যায়, ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন নবনির্বাচিত প্রধান গৌতম সরকার। হাসপাতালে শুয়ে তিনি জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন। তবে তৃণমূলের দাবি তিনি ধুবুলিয়া ব্লক পার্💃টি অফিস গিয়ে স্বেচ্ছায় 🎐তৃণমূলে যোগদান করেছেন।