কলকাতার জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) একটি নির্দেশকে ঘিরে পোশাক বিতর্ক তৈরি হয়েছে। ডিআই একটি হোয়াটসঅ্যাপ বার্তায় নির্দেশ দিয়েছিলেন, শিক্ষকরা জিন্স বা ইনফর্মাল কোনও পোশাক পড়ে স্কুলে আসতে পারবেন না। যদিও ১২ ঘণ্টা কাটতে না কাটতেই সেই নির্দেশ প্রত্যাহার করে 🌳নেন ডিআই। তবে তাঁর এমন বার্তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তীব্র সমালোচনায় সরব হয়েছেন♉ শিক্ষকরা।
আরও পড়ুনঃ শাড়ি পরে স্কুলে আস𒁏তে হবে দিদিমণিদের, জিন্স, ট𝓡ি শার্ট নয়, বড় নির্দেশ ওই রাজ্যে
জানা গিয়েছে, রবিবার স্কুল শিক্ষা দফতরের বেশ কয়েকটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা স্কুল পরিদর্শক বার্তা পাঠিয়ে প্রধান শিক্ষকদের দুটি বিষয়ে নির্দেশ দিয়ে𒀰ছিলেন। প্রথমত, শিক্ষকদের নিয়মিত অ্যাটেনডেন্স নিতে হবে এবং কোনওভাবে শিক্ষকরা নির্দিষ্ট সময় পরে স্কুলে এলে তাদের ঢুকতে দেওয়া হবে না। আর এরপরে যে দ্বিতীয় বার্তা পাঠিয়েছেন তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তাতেই পোশাক বিধির কথা বলা হয়েছে। অবশ্য ডিআই রাতের দিকে পোশাক বিধি নিয়ে হোয়াটসঅ্যাপ বার্তা এড়িয়ে যেতে বলেন। তা সত্ত্বেও বিতর্ক থামেনি।
এ প্রসঙ্গে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের পোশাক পরুয়াদের মনে প্রভಌাব ফেলে। তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পোশাক নকল করার একটা প্রবণতা থাকে। ফলে শিক্ষকরা জিন্স বা ইনফর্মাল জাতীয় কোনও পোশাক পড়ে আসলে সেক্ষেত্রে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই কারণে এমন বার🉐্তা পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ডিআই।