এত ভীতু সরকার? এই সামান্য কয়েকজনের আন্দোলনে নড়ে যাচ্ছে? তার মানে 𒁏এই সরকার নৈতিক দিক থেকে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। শুক্রবার বিকেলে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি বলেন, ‘এꦿকটা অবস্থান চলছিল অহিংস ভাবে! কী উত্তেজনা ওখানে তৈরি হয়েছ💮িল? কেন ১৪৪ ধারা জারি হবে? কে আইন ভেঙেছে! কোথায় আইনগত সমস্যা হয়েছে! এত ভীতু সরকার? এই সামান্য কয়েকজনের আন্দোলনে নড়ে যাচ্ছে? তার মানে এই সরকার নৈতিক দিক থেকে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে’।
দিলীপবাবুর প্রশ্ন, ‘যে মমতা বন্দ্যোপাধ্যায়ের না কি আন্দোলন লগ্নে জন্ম। এখন কি রাশি - লগ্ন পালটে গেল? কটা ছেলে মেয়ে আ🔜ন্দোলন করল আর আপনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন ওখানে? আমরা বুঝতে পারছি আপনি কোথায় গেছেন। চুরি আর দুর্নীতি করতে করতে মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনারা হারিয়েছেন।
সরকারি কর্মীকে বেঁধে রাখা হল রেললাইনে, ট্রেনে কাটা গেল পা, কেতুগ্রামে শিহরণ
নিজেরা অনশন করে আন্দোলন করে ক্💝ষমতায় এসেছেন। আজ সেই রাস্তা বন্ধ করে দিচ্ছেন। কী ভাষায় নিন্দা করা উচিত?’