কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে মালগাড়ির চালকের উপর দায় চাপিয়েছে রেল। যদিও রেলকর্মীদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন💮্দ্যোপাধ্যায়। তিনি দাবি করলেন যে তিনি দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন। রেলের বিষয়টা তাঁর পুরো জানা আছে। তাই রেলকর্মীদের পাশে আছেন। রেলকর্মীদের পুরনো পেনশন প্রকল্প বন্ধ করে দিয়েছে সরকার। রেল পুরোপুরি ‘পেরেন্টলেস’ (অভিভাবকহীন বা অনাথ) হয়ে পড়ে আছে। আর সরকার রিগিং এবং হ্যাকিংয়ে ব্যস্ত বলে আক্রমণ শানান মমতা। সেইসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন মমতা বলেন, ‘এটা আরও মারাত্মক হতে পারত।’
বিমান না পাওয়া নিয়ে উষ্মাপ্রকাশ মমতার
উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেন। মমতা দাবি করেন যে সকাল থেকেই উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কলকাতা থেকে ব💜াগডোগরা যাওয়ার কোনও বিমান পাচ্ছেন না। সস্তায় জ্বালানি নেওয়ার পরেও কেন কলকাতা থেকে উত্তরবঙ্গগামী পর্যাপ্ত বিমান চালানো হচ্ছে না, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মমতা।
সেইসঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের ভাড়া নেওয়া যে বিমান আছে, তা না জানিয়েই অন্যত্র চলে গি🅘য়েছে। ফলে সকাল থেকে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যেতে চাইলেও সেটা পাচ্ছিলেন 🅠না। অবশেষে একটা বিমানে টিকিট পেয়েছেন। যিনি আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যাবেন।
'অ্যাক্সিডেন্ট হতেই পারে, কারও হাতে নেই, কিন্তু…'
মমতা জানান, দুর্ঘটনা এমন একটা জিনিস, যা হতে পারে। কিন্তু সেই দুর্ঘটনা যাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য যাবতীয় পদক্ষেপ করতে হয়। রেলের ক্ষেত্রে যেমন ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ বসানোর দরকার আছে༒ বলে দাবি করেন মমতা। তিনি বলেন, 'দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে। অ্যাক্সিডেন্ট কারও হাতে নেই। এটা ফ্যাক্ট। কিন্তু এটাও ফ্যাক্ট যে অ্যান্টি কলিশন ডিভাইস আমি তৈরি দিয়ে এসেছিলাম। এই কলকাতা মেট্রো, বেহালা মেট্রো থেকে শুরু করে যত নতুন মেট্রো দেখছেন......। '
মমতা দাবি করেন, নাম পালটে ‘কবচ’, ‘কবচ’ বলছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরা। শুধু কথার ‘ফুলঝুরি’ ছোটানো হয়। তিনি বলেন, ‘যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়েন, তাহলে অ্যালার্ম বেজে উঠবে। দুটি ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে। এরকম নানারকম ব্যবস্থা ছিল। এখন ভাতটাকে কেউ ভাত বলবে, কে📖উ রাইস বলবে, কেউ চাল বলবে। কেউ আবার আরও নতুন কোনও ভাষা যুক্ত করতে পারে꧂ন। সেটা তাঁদের ব্যাপার।’