বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIR খারিজ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় খারিဣজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, মামলাটির অন্য একটি বিচারপতির এজলাসে প্রথম থেকে শুনানি হবে।
আরও পড়ুন: 'আমি বেঁচে থাকতে ধর্মের নামেꦿ মুসলিমদের সংরক্ষণ দিতে দেব না', বড় দাবি মোদীর
পড়তে থাকুন: মুম্বই হামলার দায় গেরুয়া শিবিরের ঘাড💛়ে চাপাতে চেয়েছিল কংগ্রেস: মোদী
অভিজিৎগঙ্গোপাধ্য়ায়ের রায়
কাঁথি পুরসভায় পথবাতি ﷽লাগানোয় দুর্নীতির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করেছিল রাজ্য পুলিশ। সেই FIRকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দুবাবু। মামলা যায় বিচারপতি অভিজিৎ 🍸গঙ্গোপাধ্যায়ের এজলাসে। গত বছর নভেম্বরে সেই মামলার রায়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় পুলিশের দায়ের করা FIR খারিজের নির্দেশ দেন।
ডিভিশন বেঞ্চের নির্দেশ
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই 𒁃নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে নতুন করে মামলাটির শুনানির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই মামলায় ৩ সপ্তাহের মধ্যে নতুন এজলাসে রাজ্য সরকারকে হলফনামা পেশ করতে বলেছে আদালত। ১০ জুন নতুন বিচারপতির এজলাসে মামলাটির শুনানি হবে। সঙ্গে এই মামলায় কাঁথির SDPOকে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে জরিমানা করেছিলেন তাও দিতে হবে না বলে জানিয়েছে আদালত। তবে এই সময়ের মধ্যে সৌমেন্দু অধিকারীকে পুলিশের দেওয়া নোটিশ অকার্যকর থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: তাপপ্রবাহের জের,🌱 সাময়িক ক্লাস বন্ধ কর🍬ল CU, স্কুলে গরমের ছুটিও বাড়ছে
বলে রাখি, গত ফেব্রুয়ারিতে বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। আর তার ঠিক পাশের কেন্দ্র কাঁথিতে বিজেপির প্রার্থী হয়েছেন সৌমেন্দুবাবু। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর থেকেই বিচারপতি থাকাকালীন তাঁর দেওয়া রায় পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করতে থাকে তৃণমূল। তাদের দাবি, বিচারপতি পদে থাকাকালীন বিজেপির হয়ে কাজ করেছেন অভিজিৎবাবু। তবে গত সপ্তাহে SSC নিয়োগ দুর🍬্নীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়কেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এবার দেখার সিঙ্গল বেঞ্চে নতুন করে শুানিতেও সৌমেন্দুবাবুর বিরুদ্ধে দায়ের FIRএর একই পরিণতি হয় কি না।