ব্রাজিলের এক যুবকের পাকস্থলী থেকে ৪৪টি মাদক–ক্যাপসুল মিল💖ল। পাকস্থলীতে তা নিয়েই তিনি ভারতে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে নামতেই তাঁর পেটে ব্যথা শুরু হয়। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। আর সে𝄹খানেই ওই যুবকের মল থেকে ৪৪টি মাদক–ক্যাপসুল উদ্ধার করেছেন চিকিৎসকরা। গোটা ঘটনা ফাঁস হয়ে যেতেই ক্যাপসুলের ভিতর থেকে হাফ কেজি ওজনের কোকেন উদ্ধার করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে কলকাতা বিমানবন্দরে? কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, কয়েকদিন আগে ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতা বিমান🥃বন্দরে নামেন যুবক পাওলো সিজার পিনহেরিও বাস্তোস। ব্রাজিলের এই যুবককে বিমানবন্দর থেকেই গ্রেফতারꦬ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কারণ তাঁদের এই যুবককে দেখে সন্দেহ হয়েছিল। কিন্তু তখনই এই যুবক পাওলো তাঁর পেটে ব্যথার কথা জানান। এই অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সব রহস্য ফাঁস হয়ে যায়।
কী জানিয়েছে নারকোটিক্স কন্টোল ব্যুরো? এই ঘটনা নিয়ে মাদক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পাওলো আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। এই খবর আগেই মিলেছিল। এই যুবক আগেও নানা দেশে মাদক পাচার করেꦺছে। কিন্তু তাঁর কাছে থাকা ব্যাগ থেকে কিছু মেলেনি। কিন্তু তাঁর মল থেকে হাফ কেজি কোকেন পাওয়া গিয়েছে। পেট ব্যথা না করলে গোটা রহস্য ফাঁস হꦜতো না। এই ঘটনা নিয়ে তদন্ত করে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।