২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতার হাইকোর্ট। যার ফলে চাকরি যেতে বসেছে ২৬ হাজার শিক্ষ⛄ক-শিক্ষাকর্মীর। এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ১২ শতাংশ শিক্ষক শিক্ষিকার চাকরি যেতে বসেছে।সেই সঙ্গে কয়েক হাজার শিক্ষা কর্মীরও চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকলেও এখনও পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি। এরই মধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল।কিন্তু, এত সংখ্যক শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি না থাকায় ভরতি প্রক্রিয়ার কাজ নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বদলি কিংবা পদোন্নতি 🌜ন🅘িতে গিয়ে নাম উঠেছে চাকরিহারাদের তালিকায়, এবার কী হবে?
রাজ্যে ৬ হাজারের বেশি উচ্চ মাধ্যমিক স্কুলে শুক্রবার থেকে ভরতি প্রক্রিয়া শুরু হয়েছে একাদশে। প্রসঙ্গত, স্কুল শিক্ষা দফতরের হিসাব অনুযায়ী, এখন উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ২৬ হাজারের কিছু বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এরমধ্যে ২০১৬ সালের প༺্যানেলে উচ্চ মাধ্যমিক স্তরে ৫,৫৯৬ জন শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছিলেন। ফলে এতজন বাতিল হওয়ায় ভরতি প্রক্রিয়ায় স𒁏মস্যা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন নির্দেশের ফলে এই শিক্ষকদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। আপাতত তারা চাকরি𓃲হীন বলেই ধরে নিতে হবে। তারা এখন স্কুলে যাবেন কি যাবে না সেটা মধ্যশিক্ষা পর্ষদের উপর নির্ভর করছে। তবে এ বিষয়ে পর্ষদের বক্তব্য, এত শিক্ষকের স্কুলে যাওয়া না যাওয়া পর্ষদ ঠিক করবে । তবে তাদের নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি পর্ষদ।