পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে অভিষেকের ‘নব জোয়ার’-এ ভোটগ্রহণ নিয়ে যখন তাণ্ডব চলছে জায়গায় জায়গায় তখন পালটা ভোটের আয়োজন করল সিপিএমের যুব সংগঠন DYFI. রবিবার বেহালায় পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পর থেকে সরানো উচিত কি না এই প্রশ্ন তুলে জনমত সংগ্রহে নেমেছে তারা। বেহালার LIC মোড়ে ক্যাম্প করে চলছে ভোটগ্রহণ। ভ🥂োট দিচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ।
গ্রেফতারির পর থেকেই বিধায়ক পদে পার্থ 💯চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে সিপিএম। তাদের দাবি, আর্থিক দুর্নীতিতে গ্রেফতার হওয়া ব্যক্তির জনপ্রতিনিধির পদে থাকা অনৈতিক। তাছাড়া গ্রেফতারির পর থেকে প্রায় ১ বছর ধরে জেলে রয়েছেন পার্থবাবু। যার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষ। অবিলম্বে পার্থবাবুকে পদত্যগ করিয়ে ওই আসনে পুনর্নির্বাচন করানোর দাবি তুলেছে তারা। তাদের দাবি, পার্থ🍬বাবুর পদত্যাগ চান স্থানীয় মানুষও। সেই দাবিতে বেশ কয়েকদিন ধরে এলাকায় প্রচার চালাচ্ছিল সিপিএম। রবিবার সকালে বেহালার LIC মোড়ে ক্যাম্প করে জনমত সংগ্রহ শুরু করে তারা।
সিপিএম নেতা কৌস্তুভ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা ভাগ্যবান যে তৃণমূলের বাহিনী এসে এখনো ব্যালট লুঠ করেনি। তৃণমূল তো নিজের ভোটেই ব্যালট লুঠ করে। বেহালার বিধায়ক কোটি কোটি টাকা চুরি করে জেলেꦛ আছে। বেহালার মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? বেহালার মানুষের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই কি না তা নিয়ে ভোট হচ্ছে। মানুষ তার মত দিচ্ছে। যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে? পাঁচ জন বিধায়ক ধরা পড়ে গেল। আমরা জানি ১০০ জন বিধায়কের নেতৃত্বে এই চুরি হয়েছে। একটাই প্রাইভেট লিমিটেড, সেটা হল পিসি - ভাইপো প্রাইভেট লিমিটেড। খাটের তলায় টাকা উদ্ধারের পর রাতে সিবিআই পার্থবাবুকে ফোন করতে বলেছিল। পার্থবাবু তো মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। ৩ বার ফোন করে🔜ছিলেন। আমরা জানি সামগ্রিকভাবে পিসি - ভাইপো যুক্ত’।