এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য–রাজনীতি। এই বিস্ফোরণে বহু মানুষের প্রাণไ গিয়েছে। রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হয়েছে। তবে আজ, বৃহস্পতিবার কটক থেকে বিস্ফোরণের মূল চাঁই কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতার করেছে সিআইডি এবং পুলিশ। তার পরও এই পুলিশের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর অভিযোগ, ‘পুলিশ বেইমানি করেছে। না হলে এরকম হয়।’ এগরার বিস্ফোরণ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন বিধায়ক মদন মিত্র। গোটা ঘটনাকে অন্তর্ঘাত বলেই দাবি করেছেন তিনি।
ঠিক কী বলেছেন মদন? এদিকে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে পুলিশকেও একসারিতে দাঁড় করিয়ে বিঁধছে বিজেপি, তখন শাসকদলের বিধায়ক হয়ে এমন মন্তব্য সেমসাইড গোল বলে মনে করা হচ্ছে। তৃণম🐼ূ♊ল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, ‘পুলিশের একাংশ যদি চুকলি না করে, যদি বেইমানি না করে, তাহলে কোনও গণতান্ত্রিক সরকারের এমনটা হতে পারে না। কী করছে আমাদের ইনটেলিজেন্স? পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না। তৃণমূল নেতাদের দেখলে ওদের মুখ এখন বেঁকে যাচ্ছে। পুলিশের বডি ল্য়াঙ্গোয়েজ বদলে যাচ্ছে।’
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে ভানু ও তার গোটা পরিবারকে ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি তদন্ত করছে। আইসি–কে শোকজ করা হয়েছে। তাছাড়া একদিন আগেই দু’জনকে গ্র🅷েফতার করা হয়েছিল। সেখানে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিধায়ক মদন মিত্র। এখানেই তিনি না থেমে বলেন, ‘পুলিশে♋র যদি একাংশের সাপোর্ট না থাকে, তবে এমন কোনও ঘটনা ঘটতে পারে না। ঘটনা ঘটানোর আগেই পুলিশ রিপোর্ট নিয়ে অ্য়ারেস্ট করতে পারে।’