বোমাতঙ্ক ছড়ালো কলকাতায় ডাক বিভাগের সদর ভবন জিপিওতে। সেখানে আসা একটি পার্সেলের মধ্য থেকে বিপ বিপ শব্দ শুনতে পান জিপিওর কর্মীরা। তাতে টাইম বম্ব সন্দেহে আতঙ্ক ছড়ায়। কর্মীদের মধ্যে কার্যত হইচই পড়ে যায়। শেষে পার্সেল থেকে যা বেরোলো তাতে সꦚ্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলেই। ঘটনাটি ঘটেছে গতকাল।
জানা গিয়েছে, জিপিওর কর্মীরা পার্সেল বাছাইয়ের কাজ করছিলেন। তখনই আগাগোড়া মোড়া একটি পার্সেল থেকে বিপ বিপ শব্দ শুনতে পান ডাক বিভাগের কর্মীরা। তাতেই কর্মীরা আতঙ্🦋কিত🐻 হয়ে পড়েন। তাদের সন্দেহ হয় ভিতরে টাইম বোমা রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই সেখানে জিপিওর কর্তা এবং আধিকারিকরা ছুটে আসেন। খবর দেওয়া হয় হেয়ারস্ট্রিট থানার পুলিশের কাছে। এদিকে, আতঙ্কে সমস্ত কর্মীদের জিপিও থেকে তড়িঘড়ি বার করে দ꧒েন আধিকারিকরা। পুরো জিপিও জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছায় হেয়ারস্ট্রিট থানার পুলিশ। লালবাজার কন্ট্রোল রুমেও খবর যায়। সেখানে পৌঁছায় ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এরপর পার্সেলটিকে তারা অতি সাবধানতার সঙ্গে বাইরে বের করে নিয়ে আসেন। এলাকা ফাঁকা করে দিয়ে বম্ব স্কোয়াডের আধিক🍨ারিকরা পার্সেলটি খুলতে শুরু করেন।