কলকাতার মুরাಌরিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। আগুন পুড়ে খাক হয়ে গেল রঙের কারখানা। পাশাপাশি বাড়ির দরজা জানালাতেও আগুন ধরে যায়। একাধিক স্কুটার আগুনে পুড়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাসꦦ্থলে এসে আগুন নেভানোর কাজ করেন। গোটা ঘটনায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
বাসিন্দাদের দাবি, ঘিঞ্জি এলাকায় কারখানাটি গড়ে উঠেছিল। বার বার এনিয়ে বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তারপরেও কেউ শোনেনি। আগুন লাগার পরে তা পাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। স্থানীয়রাꦗই প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান। এদিকে রাসায়নিক মজুত ছিল ক🦄ারখানায়। এর জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি।
বাসিন্দারা বলেন, পুলিশকে জানিয়েছিলাম। দুষণ নিয়ন্ত্রণ পর্ষদকে, পুরসভাকে জানিয়েছি। কিন্তু তারপরেও কেউ কিছু করে൲নি। আগুনে পাশের বাড়ির আসবাবপত্রও পুড়ে গিয়েছে।
তবে দমকল কর্তৃপক্ষ প্রাথমি൩কভাবে জানিয়েছে, কারখানায় অগ্নিনির্🎉বাপনের কোনও পরিকাঠামো ছিল না। একেবারে অবৈজ্ঞানিকভাবে গড়ে উঠেছিল কারখানাটি। টিনের চালের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা পাশের বাড়িতেও চলে যায়। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে বর্তমানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।