আনিস খানের বাবার ব্রেনওয়াশ কর♎ে দিয়েছে বিরোধীরা। শনিবার এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনিসের বাবা সালেম খানের মন্তব্𝕴যের পিছনে রাজনৈতিক উদ্দেশ রয়েছে।
শুক্রবার রাতে হাওড়ার আমতার দক্ষিণ খাঁ পাড়ায় বাড়ির সামনেই দুষ্কৃতীদের ছুরির আঘাতে রক্তাক্ত হন সলমন খান। আমতার নি📖হত যুবক আনিস খানের খুড়তুতো ভাই তিনি। আনিস খান হত্যায় অন্যতম সাক্ষী সলমন খান। অভিযোগ, সেজন্যই আক্রান্ত হতে হয়েছে তাঁকে। শুক্রবার রাতে এই ঘটনার পর আনিস খানের মৃত্যু রহস♊্য উদ্ঘাটনে ফের সিবিআই তদন্ত দাবি করেছেন তাঁরা বাবা সালেম খান। ওদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সালেম খানের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদ꧅িন ফিরহাদ বলেন, ‘যদি কোনও অপরাধ হয়ে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। অপরাধীদের গ্রেফতার করা হবে। এটার পিছনে কে আছে এটা পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি বের করবে। আনিস বাড়িতে অনেক রাজনৈতিক দলই গিয়েছে। ওনারা যা বলছেন তার পিছনে রাজনৈতিক স্বার্থ আছে।ꦏ ’
‘ম্যাজিক নম্বর’ ৫২, বুলেটের ট্রেনের রেকর্ড ভেঙে দিল নয়া বন্দে ভারত এক্সপ্রেস!