জ্যোতি বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে বিজেপি সম্পর্কে তাঁর মূল্যায়ণকে হাতিয়া💦র করে আক্রমণ শানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শ🍌ুক্রবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১০৭তম জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় সিপিএমের কোনও সদস্য না থাকায় আক্ষেপ ঝরে পড়ে তাঁর কণ্ঠে।
এদিন ফিরহাদ বলেন, ‘বিরোধ থাকতেই পারে কিন্🤡তু সমস্ত গুণী মানুষকে আমরা শ্রদ্ধা জানাই। এটাই আমাদের প্রথা।’ সঙ্গে জ্যোতি বসুর প্রখ্যাত উক্তি স্মরণ করে তিনি বলেন♛, ‘জ্যোতিবাবু ঠিকই বলতেন, বিজেপি একটা অসভ্য বর্বরের দল।’
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৪ বছর যে দলটা শাসন করেছে, যাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু সেই দল♋টার কোনও প্রতিনিধি না থাকাটা দুর্ভাগ্যজনক। ’
জীবদ্দশায় নিজের জন্মদিন অনাড়ম্বরে পালন করতেন জ্যোতি বসু। কর্মজীবনে সমস্ত জন্মদিন কাটিয়েছেন অন্য আর পাঁচটা দিনের মতো। তাঁকে শুভেচ্ছা জানাতে আসতেন দলের নেতা ও শুভাকাঙ্খীরা। কিন্তু বামপন্থী রীতি মেনে কখনও জন্মদিন উজ্জাপন করেননি তিনি। এমনকী শেষের দিকে দলের তরফে তাঁর জন্মদিন উজ্জাপনের প্রস্তাব দেওয়া হলে ত♔া খারিজ💎 করে দেন প্রবাদপ্রতীম এই বাম নেতা।