একদিকে অতিবৃষ্টি অপরদিকে ডিভিসির জল ছাড়ার জেরে গ্রামবাংলা এখন বানভাসী। আজ, বৃহস্পতিবারও ৮০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। এই আবহে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার পর উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখতে যান মুখ্যমন্ত্রী। তবে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্﷽ত্রী। আর দুর্গতদের পাশে থাকতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রীর আহ্বানের পাল্টা বন্যা বিধ্বস্তদের জন্য ‘অভয়া ক্লিনিক’ গড়ে তোলার ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। নানা দাবি তাঁরা তুলেছেন রাজ্য সরকারের কাছে। যার ৯৯ শতাংশ পূরণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তাই মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলেছেন। এমনকী মুখ্যসচিব মনোজ পন্থ গতকাল বৈঠকের যে চিঠি পাঠি🔯য়ে ছিলেন তাতে জুনিয়র ডাক্তারদের মনে করিয়ে দেন বন্যা পরিস্থিতি। আর কাজে ফেরার অনুরোধ করেন। এই আবহে আজ আবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘আমি চিকিৎসকদের বলব, এই জল 🐼নেমে গেলে সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবেই। মেডিক্যাল শিবির যে করব, এখনও কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি। মানুষ বন্য়ায় আক্রান্ত। এটা রাজনীতির সময় নয়।’
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে