বৃহস্পতিবার কখনও মেঘ কখনও রোদের মাঝে বৃষ্টি হয়নি কলকাতায়। তবে শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, রাজ্যের ১৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে এরই মাঝে সারগের উচ্চচাপ ও ঝঞ্ঝার প্রকোপে তাপমাত্রা একলাফে ৪ ডিগ্রি বেড়েছে রাজ্যে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি চড়বে। তবে সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি এবং ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। চলতি শীতে ঠান্ডার মসৃণ যাত্রাপথে পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা বারবার বাধার সৃষ্টি করেছে, যা শীতের শেষেও অব্যাহত। এর আগে বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।এদিকে পূর্বাভাস অনুসারে, বঙ্গোপসাগরে উচ্চচাপের জেরে গোটা পশ্চিমবঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে। ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ঝড়ের সময়। এদিকে উচ্চচাপের জেরে আর্দ্র বাতাস ঢুকেছে রাজ্যে। এর জেরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস, সরস্বতী পুজোর পরই বসন্ত শুরু হয়ে যাবে।