দিল্লি থেকে কলকাতায় ক্রিকেট খেলতে এসে হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন যুবক। একটি ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে খুইয়েছিলেন ৬০ হাজার ট🅷াকা নগদ সহ দামি মোবাইল ফোন এবং সোনার চেন। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম হল শিবা সিং, শুভঙ্কর বিশ্বাস, ঋষভ চন্দ্র এবং রিনা মজুমদার।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল শনিবার। দিল্লির বাসিন্দা ওই যুবক অনূর্ধ্ব ২১ ক্রিকেট ম্যাচ খেলার জন্য কলকাত⛎ায় এসেছিলেন। তার আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে রিনার সঙ্গে তার পরিচয় হয়েছিল। কলকাতা আসার পরে দুজনে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেইমতো বাগুইআটিতে ওই তরুণীর সঙ্গে তিনি দেখা করেন। সেখানেই ঘটে বিপত্তি। ওই তরুণী ছাড়াও সেখানে ছিলেন আরও বেশ কয়েকজন। তখন ওই যুবক বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এরপর ব্ল্যাকমেল করে তারা পেটিএমের মাধ্যমে যুবকের কাছ থেকে ৬০ হাজার টাকা, মোবাইল ও সোনার চেন নিয়ে নেয়। ঘটনায় বাগুইআটি থানায় অভ𒐪িযোগ দায়ের করেন ওই যুবক। এরপরই তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে। চেন উদ্ধার করা সম্ভব হলেও নগদ টাকা এবং দা🎉মি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, গত ২ নভেম্বর যুবক বাগুইআটির একটি অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলেন। তাঁকে ভিতরে নিয়ে গিয়ে দরজায় তালা দিয়ে দেয় ওই তরুণী। তারপরেই বাকি তিনজন এসে তার সꩲমস্ত জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারা যুবকের নগ্ন ছবিও তোলে। আরও ♍টাকা না দিলে ছবিগুলি ভাইরাল করারও হুমকি দেয়। এরপরেই পেটিএমের মাধ্যমে ৬০ হাজার টাকা দেয়।