কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে অতি সাধারণ রোগের ওষুধ মিলছে না। যার ফলে সাধারণ মানুষকে বাইরে থেকে 💯ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিꦺযোগ উঠতেই পুরসভার বোরো কমিটিতে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারপরেও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ, ডায়রিয়া, অম্বল, মাথা ঘোরা, সুগার, চুলকানি প্রভৃতি সাধারণ রোগের ওষুধ আর আগের মতো পাওয়া যাচ্ছে না কলকাতা পুরসভা স্বাস্থ্যকেন্দ্রে। এনিয়ে সরব হয়েছেন বিরোধীরা।
চলতি সপ্তাহে ১৪ নম্বর বরোর বৈঠকে ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় এসব নিয়ে অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, প্রেসার, থাইরয়েড, ইღউরিক অ্যাসিডের মতো সাধারণ রোগের ওষুধ পাওয়া যাচ্ছে না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তার ভিত্তিতে কাউন্সিলের অভিযোগ সংশ্লিষ্ট বোরোর এক্সিকিউটিভ হেলথ অফিসারের কাছে পাঠানো হয়েছে বলে জানান ওই বোরোর চেꦦয়ারপার্সন সংহিতা দাস। অন্যদিকে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওষুধের পরিমাণ আগের থেকে কমেছে বলে জানিয়েছে🅷ন ১৫ নম্বর বোরোর চেয়ারম্যান রণজিৎ শীল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন বলে জানান।