শুক্রবার কলকাতায় একধাক্কায় কমল সোনা এবং রুপোর দাম। আজ ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (💧২২ ক্যারাট) দাম কমেছে ৭০০ টাকা। পাকা সোনার (২৪ ক্🌱যারাট) দর ৭৫০ টাকা কমেছে। সেখানে এক কিলোগ্রাম রুপোর দাম পড়েছে ১,৩০০ টাকা।
(ღভারত এবং কলকাতায় সোনা ও র🤪ুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
শুক্রবার কলকাতায় বাজার বন্ধের সময় সোনা এবং রুপোর দাম কত থাকল (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,২০০ টাকা (আগে ছিল ৫১,৯৫০ টা♔কা)
• ২২ ক্যারাট,💎 গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৬০০ টাকা (আগে ছিল ৪৯,৩০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)-ཧ ৪৯,৩৫🔴০ টাকা (আগে ছিল ৫০,০৫০ টাকা)।
• এক কিলো⛎গ্রাম রুপোর বাট - ৫৯,৮০০ টাকা (আগে ছিল ৬১,১০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৯,৯০০ টাকা (আগে ছিল🐬 ৬১ꦛ,২০০ টাকা)।
ভারতে সোনা এবং রুপোর দাম
সপ্তাহের শেষ কর্মদিবসে ভারতীয় বাজারে কমেছে সোনা এবং রুপোর দাম। ভারতেও ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার নীচে নেমে গিয়েছে। এমসিএক্স সꦿূচক🧸ে ১০ গ্রাম সোনার দাম ০.৭৭ শতাংশ বা ৩৮৮ টাকা কমে দাঁড়িয়েছে ৪৯,৭৮৬ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দাম ০.১৭ শতাংশ বা ১০১ টাকা কমে ৫৮,৬৫০ টাকায় ঠেকেছে।