বুধবার কলকাতায় কমল সোনার💖 দাম। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ২৫০ টাকা কমেছে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট) এবং গয়না সোনা (২২ ক্যারাট) সোনার দাম কমে গিয়েছে ২০০ টাকা। রুপোর দাম অবশ্য অপরিবর্তিত আছে।
বুধবার কলকাতায় বাজার বন্ধের সময় সোনা এবং রুপোর দাম কত থাকল, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,১🎃০০ টাকা (আগে 💃ছিল ৫১,৩৫০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১🧸০ গ্রাম) – ৪৮,৫০০ টাকা (আগে ছিল ৪৮,৭০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,২𝓰৫০ টাকা (আগে ছিল ৪৯,৪৫০ টাকা)।
• এক কিলোগ্রা👍ম রুপোর বাট - ৬১,৭০০ টাকা (আগে ছিল ৬১,৭০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬১,৮০০ টাকা (আগে ছিল ৬১🐻,৮০০ টাকা)।
(ꦦভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ🌠 দেখুন এখানে)
ভারতের বাজারে সোনা এবং রুপোর দাম
বুধবার ভারতের বাজারে কমেছে সোনার দাম। এমসিএ🐼ক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১৬ টাকা বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫০,১৫৭ টাকা। রুপোর দা🌃ম অবশ্য বেড়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ৬১ টাকা বা ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,২১৭ টাকা।