বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Gold prices in Kolkata: রথের দিন ১,১০০ টাকা বাড়ল সোনার দাম, রুপো পড়ল ১,২৫০ টাকা, বিয়ের মরশুমে দর কত?
রথযাত্রার দিন কলকাতার বাজারে লাফিয়ে বাড়ল সোনার দাম। ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম বাড়ল ১,১০০ টাকা। সেখানে ১০ গಌ্রাম হলম🍷ার্ক সোনার গয়না ১,০৫০ টাকা উত্থানের সাক্ষী থাকল। তবে রুপোর দাম আবার একধাক্কায় কমে গিয়েছে। এক কিলোগ্রাম রুপোর দাম ১,২৫০ টাকা কমেছে।
শুক্রবার (১ জুলাই, ২০২২) কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া) কত থাকল, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট🐻, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৬০০ টাকা (আগে ছিল ৫১,৫০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্🎀রাম) – ৪৯,৯🥂০০ টাকা (আগে ছিল ৪৮,৯৫০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৬ಌ৫০ টাকা (আগে ছিল ৪৯,🎃৬০০ টাকা)।
• এক 🧸কিলোগ্রাম রুপোর বাট - ৫৮,৪৫০ টাকা (আগে ছিল ৫৯ꦰ,৭০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৮,৫৫০ টাকা (আগে ছিলဣ ৫৯,৮০০ টাকা)।
বাংলার মুখ খবর