এই বছরে ফের আসর বসতে চলেছে আবু ধাবি টি২০ প্রতিযোগিতার। দশ ওভারের এই প্রতিযোগিতার বেশ ভালোই জনপ্রীয়তা আছে। এমনিতে সব দেশে টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ চলে, সেখানে দশ ওভারের ধুন্ধুমার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকে দর্শকরা। এবার টি১০ এই প্রতিযোগিতার সব দলের অধিনায়ক এবং কোচের নাম চ🅘ূ়ড়ান✱্ত হয়ে গেল। ঘোষণাও হল।
আরও পড়ুন- IPL নিলামে🅺র আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
বাংলা টাইগার্স দলের অধিনায়কত্ব করবেন শাকিব আল হাসান, কোচের পদে বহাল থাকলেন পাকিস্তানের ইউনিস খান। আবারও ডেকান গ্ল্যাডিয়েটরেই যোগ দিয়েছেন নিকোলাস পুরান। তাঁর অধিনায়কত্বে ২০২২ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে 𒁃ফাইনালে ওঠে এই দল। মুস্তাক আহমেদ তাঁদের কোচ।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চ꧙েনা ছন্দে বিরাট! ফাস𒆙্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
এদিকে দিল্লি বুলস দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। কোচের পদে আনা হচ্ছে অ্যান💮্ডি ফ্লাওয়ারকে। দুবারের চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্সে অবশ্য বদল আসছে অধিনায়কত্বে, তাঁদের পুরনো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে সরিয়ে দায়িত্বে আনা হল ট্রেন্ট বোল্টকে। তাঁদের কোচ ডেভ ওয়াটমোর। ইউপি নবাবের অধিনায়ক করা হল রহমানউল্লাহ গুরবাজকে, কোচ হলেন ওয়েইস শাহ।
এদিকে টিম আবু ধাবির ๊অধিনায়ক হিসেবে ডোয়েন প্রিটোরিয়াসকে সরিয়ে তাঁর পরিবর্তে অধিনায়ক করা হল ইংরেজ ব্যাটার ফিল সল্টকে। তাঁদের কোচিং করাবেন মার্ক বাউচার। মরিসভিলে সামপ আর্মির অধিনায়ক রোহন মুস্তাফা, তাঁদের কোচ ল্যানস ক্লুজেনার। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউ ইয়র্কের দলে কোনও পরিবর্তন এল না। তাঁদের অধিনায়ক থাকলেন কেইরন পোলার্ড, কোচ কার্ল ক্রো। চেন্নাই ব্রেভ জাগুয়ার্সের অধিনায়ক হিসেবে চরিথ আসালাঙ্কাকে সরিয়ে এলেন থিসারা পেরেইরা, কোচ হলেন চামিন্ডা ভাস।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতে🀅র পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
আজমান বোল্টসের অধিনায়কত্ব করবেন মহম্মদ নবি, তাঁদের কোচ হবেন ওতিস গিবসন। প্রথম ম্যাচেই তাঁরা খেলতে নামবেন টিম আবু ধাবির বিরুদ্🦹ধে। এই প্রতিযোগিতা একটা রাউন্ড রবিল লিগ ফরম্যাটে হয়। সবার শেষে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল প্লে অফে যায়। ১২দিনের এই প্রতিযোগিতার প্লে অফ শুরু ১ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ হবে ২ ডিসেম্বর।