বুধবার কলকাতায় বাড়ল সোনার দাম। ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট), গয়না🐭 সোনা (২২ ক্যারাট) এবং হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ১০০ টাকা বেড়েছে। অন্যদিকে বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম খুচরো রুপো এবং রুপোর বাটের দাম ৪০০ টাকা বেড়েছে।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোরꩵ দাম কত থাকছে? রোজ দেখুন ওএখানে)
বুধবার (৮ জুন) কলকাতায় বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম কত থাকল, তা দেখে নিন -
• ২৪ ক💖্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৬৫০ টাকা (আগেরদিন ছিল ৫১,৫৫০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়ন🤡া সোনা (১০ গ্রাম) – ৪৯,০০০ টাকা (আগেরদিন ছিল ৪৮,৯০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,৭৫০ টাকা (আগেরদিন ছিল ৪৯,৬৫০ টা🦋কা)।
• এক কিলোগ্রাম রু🌄পোর বাট - ৬২,৫৫০ টাকা (আগেরদিন ছিল🌄 ৬২,১৫০ টাকা)।
• এক কিলোগ্রাম খ♓ুচরো রুপো - ৬২,৬৫০ টাকা (আগেরদিন ছিল ৬২,২৫০ টাকা)।
আরও পড়ুন: New Traffiꦬc Rules: গাড෴়ি বা বাইকের হর্ন বাজালে ১২,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, সাবধান!
ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দাম